বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ
সিলেটের জাফলংয়ে বেড়াতে আসা পর্যটকদের উপর হামলার রেশ কাটতে না কাটতেই মাওয়া বিআরটিসি বাসের সিট নিয়ে নারীকে হেনস্তা করার প্রতিবাদ করায় বাবুবাজার ব্রিজে বাস থামিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
শনিবার (৭ মে) দুপুরে বাবুবাজার ব্রিজে উক্ত বাসটি থামিয়ে ফয়সাল আহমেদ নামের এক যাত্রী লোক ভাড়া করে এনে শিক্ষার্থীদের মারধর করেন। চিহ্নিত অভিযুক্তদের নাম হচ্ছে রাশেদ (সর্ববামে ) কামরুজ্জামান (সর্ব ডানে) ও ফয়সাল।
আহত শিক্ষার্থীরা হলেন, হাজী মুহম্মদ মুহসিন হলের সংস্কৃত ডিপার্টমেন্টের ৪র্থ বর্ষসের শিক্ষার্থী জহির রায়হান ও বঙ্গবন্ধু হলের ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষার্থী মোহাম্মদ আবু বকর।এসময় তাদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী আবুবকর সিদ্দিক রিয়াজ বলেন, মাওয়া থেকে ঢাকায় আসার পথে বাসে দুই যাত্রীর মধ্যে সিট নিয়ে তর্কাতর্কি হয়। একপর্যায়ে এক মুরব্বিকে ফয়সাল আহমেদ নামের এক ছেলে থাপ্পড় দেয়। পরে তার স্ত্রী আর মেয়ের গায়েও হাত তোলে। আমি আর আমার বন্ধু এর প্রতিবাদ করি। তখন তারা আমাদের দেখে নেয়ার হুমকি দেয়। পরে বাবুবাজার আসলে বাস থামিয়ে তাদের পক্ষের ১০-১৫ জন লোকজন দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে আমাদের গুরতর আহত করে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ভুক্তভোগীরা মামলা করেছে । এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।