নাজিম উর রহমান,ঢাবি প্রতিবেদক।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ হয়েছে বুধবার (২৭এপ্রিল থেকে)। ঈদের ছুটি কাটাতে এরই মধ্যে ক্যাম্পাস ছেড়েছে শিক্ষার্থীরা। কিন্তু কিছু শিক্ষার্থী পরীক্ষাসহ নানাবিধ প্রয়োজনে হলেই উদযাপন করবেন ঈদ ।সদা প্রাণচঞ্চল হলগুলোতে বিরাজ করছে সুনসান নীরবতা।
সোমবার ৩০ রোজা পূর্ণ হয়েছে।আজ (মঙ্গলবার)পবিত্র ঈদুল ফিতর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল আটটায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল নয়টায়।
প্রতিবেদকের কথা হয় মুহসীন হলের ছাত্র ইমরান হোসেনের সাথে। যখন বাড়ী না যাওয়ার কারন জানতে চাওয়া হয় তখন তিনি বলেন, ‘বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সহ আসন্ন সবগুলো পরীক্ষা ঈদের পর তাই ধারাবাহিকতা রক্ষার জন্যই এই ঈদে হলে থাকা।এ বছর একটু না হয় কষ্ট করি ভাল কিছু পাবার আশায়।’
সূর্যসেন হলের অপর এক ছাত্রের সাথে কাছে যখন জানতে চাওয়া হয় ঈদে হলে থাকার কারন , অশ্রুসিক্ত নয়নে বলেন,’বাবা মা দুজনের কেউ বেঁচে নেই বাড়িতে গেলে কাউকে পাবো না, খালি ঘরে স্মৃতি গুলো চোখে ভাসে, কষ্ট হয় তাই হলটাকে আপন করে নিয়েছি।’
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র জহরুল হকের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম ঈদের আগের দিন বাড়ী থেকে হলে চলে আসে হলে ঈদ উদযাপনের জন্য। নতুন এক অভিজ্ঞতা অর্জনের জন্য এবার তার হলে ঈদ উদযাপন।
হলে অবস্থানরত নিয়মিত ও অনিয়মিত সব শিক্ষার্থীদের জন্য ঈদ উপলক্ষে বিশেষ খাবারের আয়োজন করেছে হল প্রশাসন।সকালের নাস্তায় থাকছে সেমাই এবং দুপুরে থাকবে পোলাও, ডিম, মুরগির রোস্ট, গরুর রেজালা ও কোমল পানীয়।বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক আবদুল বাছির বলেন, ‘’ছাত্ররা যেহেতু হলে ঈদ উদযাপন করছে সেহেতু আমরা সকল হলে তাদের জন্য ভাল খাবারের ব্যবস্থা করেছি । তারা কিছুটা হলে যেন পরিবারের আবহ পায়।‘’