বিনোদন প্রতিবেদক: অনুষ্ঠিত হয়ে গেলো খেয়াল মাল্টিমিডিয়া ৪র্থ বর্ষপূর্তি ও ইফতার মাহফিল। গত ৩০শে এপ্রিল শনিবার, আবুল হোটেল (মালিবাগ চৌধুরী পাড়া)।এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব হারুনর রশীদ (সি আই পি) চেয়ারম্যান, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রবি চৌধুরী চেয়ারম্যান ( ফ্রেন্ডস ভিউ) এতে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানষ পাল ( নাঠ্যকার) মোঃ নোমান ( টিভি ও চলচ্চিত্র পরিচালক) শফিকুল আলম মিলন ( সাংবাদিক) সুমন চৌধুরী (সাংবাদিক) ডন ( চলচ্চিত্র খল- নায়ক) আদ্রিকা এ্যানি ( মডেল ও অভিনেত্রী) অনিক রহমান অভি ( মডেল ও অভিনেতা) কাকন শাহ্ ( চলচ্চিত্র খল-নায়ক) ইউসুফ খান (ডান্স পরিচালক) কুসুম মিমি ( ওনার সানন্দা বিউটি পার্লার) জাহিদ আব্বাস ( টিভি ডিরেক্টর) কাজী ফয়েজ, সোবন, আরো অনেক ই উপস্থিত ছিলেন। খেয়াল মাল্টিমিডিয়ার চেয়ারম্যান পলাশ ইসলাম সবার কাছে দোয়া চান, এই প্রতিষ্ঠানের ব্যানারে আগামীতে নতুন নতুন কাজ আসবে। মিডিয়ার সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই, তিনি আরো বলেন মিডিয়াতে সবার সহযোগিতা ছাড়া কোন কাজ ভালো ভাবে করা সম্ভব না, আসুন আমরা একসাথে মিলেমিশে কাজ করি।পরিশেষে সবাইকে খেয়াল মাল্টি মিডিয়া ৪র্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শুভেচ্ছা ও ভালোবাসা জানান।
মুক্তি পেল জামশেদ ও কেয়ার জুটির প্রথম গান
বিনোদন প্রতিবেদক: জামশেদ ও কেয়ার নতুন ছবি ‘কথা দিলাম’-এর প্রথম গান মুক্তি পেয়েছে। ‘মনের দামে মন’ শিরোনামের এই তারকাবহুল গানটিতে...