বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরে ঘরমুখো যাত্রী সাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ ও ট্রাফিক-ওয়ারী বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০শে এপ্রিল সকাল ১১:০০ টায় সায়েদাবাদ বাস টার্মিনালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ সাইদুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়েদাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল সড়ক পরিবহন শ্রমিক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ আলী সুবা ও সায়েদাবাদ আন্ত:জেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম। সভার সভাপতিত্ব করেন সায়েদাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ (সবুর)।আসন্ন পবিত্র ঈদে ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়ঃ ১. অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত ভাড়া আদায় না করা,২. টার্মিনালের অভ্যন্তরে গাড়ির কাগজপত্র চেক করার জন্য পরিবহন মালিক- ট্রাফিক সদস্যদের সমন্বয়ে টিম গঠন করা ৩. টার্মিনালের হলুদ বর্ডার ক্রস করার পরে কোনো বাস রাস্তায় আর থামতে পারবেনা,
৪. চেকিং শেষে টার্মিনাল ত্যাগের পর অত্র বিভাগের আর কোথাও গাড়ির কাগজপত্র চেকিং না করা, ৫. রাস্তার পাশের হকার/ অবৈধ দোকান উচ্ছেদ করা ও ৬. টার্মিনালের পাশে ট্রাফিক কন্ট্রোল রুম স্থাপন করা।প্রধান অতিথির বক্তব্যে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-ওয়ারী বিভাগ) মো: সাইদুল ইসলাম বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা শতভাগ নিরাপদ ও নির্বিঘ্ন করতে সকলকে সমন্বিত ভাবে কাজ করতে হবে। অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধ করতে হবে। মতবিনিময় সভায় এডিসি ট্রাফিক-ওয়ারী গোবিন্দ চন্দ্র পাল, এসি ট্রাফিক-ডেমরা মো: ইমরান হোসেন মোল্লা, এসি ট্রাফিক-ওয়ারী বিপ্লব কুমার রায়, এসি ট্রাফিক-যাত্রাবাড়ী মো: তারিকুল ইসলাম মাসুদ, ট্রাফিক-যাত্রাবাড়ী জোনের টিআইবৃন্দ, অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ, অন্যান্য পরিবহন মালিক-শ্রমিক উপস্থিত ছিলেন।
সম্রাটের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ
অনলাইন ডেস্ক ॥ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন...