নাজিম উর রহমান,ঢাবি প্রতিবেদক।।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ২২তম প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দৈনিক বাংলাদেশ কণ্ঠের ঢাবি প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি জানান তাঁর জন্ম অষ্টগ্রামের আব্দুল্লাহপুর ইউনিয়নের কলিমপুর গ্রামে ।
বদরুজ্জামান ভূঁইয়ার বাবা প্রয়াত মো. মাইন উদ্দিন ভূঁইয়া ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উর্দ্বতন কর্মকর্তা এবং আদমপুর দেওয়ান আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক।বাবা মায়ের কাছ থেকে প্রাপ্ত নৈতিক শিক্ষা তিনি তার জীবনের প্রত্যেকটি কাজে ব্যবহার করেন।তিনি জানান, জীবনে এ পর্যন্ত আসা নিয়ে তিনি অনেকটা বন্ধুর পথ পাড়ি দিয়েছেন কিন্তু নিজ সততা, পরিশ্রম, নিষ্ঠা ও চেষ্টার মাধ্যমেই তিনি সব কাটিয়ে উঠেছেন। মা রওশন আরা বেগম রত্নগর্ভা মা হিসেবে এ বছর জয়িতা পুরস্কার লাভ করেন। তাঁর এক বোন ও সাত ভাই তাদের নিজেদের কর্মগুণের মাধ্যমে আজ দেশ ও দেশের বাহিরে সুনাম ছড়াচ্ছেন।
মঙ্গলবার (১২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে আগামী চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে জানান তিনি। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মাসুম আহমেদ। তিনি আরও জানান মহামান্য রাষ্ট্রপতি তাঁর কর্মস্পৃহার কারনে তার উপর বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের দায়িত্বভার অর্পণ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।