তারেক পাঠান,নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আবুল হোসেন (৫০) নামে এক অবসর প্রাপ্ত ভুয়া সেনা সদস্যকে গ্রেফতার করেছে নরসিংদী পুলিশ ব্যুরো অব ইভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (১১ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ টিআইসি কলোনী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল জেলার শিবপুর উপজেলার দত্তেরগাঁও গ্রামের মৃত তারা মিয়ার ছেলে।
বুধবার বিকালে (পিবিআই) নরসিংদীর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নানের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
মামলার এজাহার ও পিবিআই পুলিশ সূত্রে জানা যায়, মামলার বাদী কামাল হোসেন কাঞ্চনের নিকট প্রতারক চক্রের সদস্যরা নিজেদেরকে অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা হিসেবে পরিচয় দেয় এবং উপর লেভেলে তাদের অনেক সেনা বাহিনীর অফিসার পরিচিত আছে মর্মে জানায়। সেই সুবাদে এজাহারনামীয় ১নং ও ২নং আসামী বাদী কাঞ্চনকে প্রস্তাব দেয় যে, তার ছোট ভাই রফিকুল ইসলামকে সেনা বাহিনীর বেসামরিক অফিস সহকারী পদে চাকুরী নিয়ে দিবে। বাদী তখন ১নং ও ২নং আসামীর প্রস্তাবে রাজী হয়ে ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি সকালে জেলার ভেলানগর মেঝবান হোটেলে বসে সাক্ষীদের উপস্থিতিতে ১নং আসামীর নিকট নগদ আট লাখ টাকা প্রদান করেন। আসামীদ্বয় পরস্পরের সহায়তায় নগদ আট লক্ষ টাকা গুনিয়া বুঝিয়া লয়।
পরবর্তীতে ১ ও ২নং আসামী বাদী ও বাদীর ছোট ভাই রফিকুল ইসলামকে ঢাকার ফকিরাপুলস্থ পানির ট্র্যাংকির নিচে একটি অফিসে নিয়ে যায়। উক্ত অফিসে ৩নং আসামী রহিম (৪৫) ও ৪নং আসামী ফারুক(৪৭) দ্বয় সেনা বাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বাদীর ছোট ভাই রফিকুল ইসলামের কাগজ পত্র দেখেন। এর কয়েক দিন পর ১নং আসামী আবুল হোসেন ও ২নং আসামী রুহুল আমিন বাদীর ছোট ভাইকে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক অফিস সহকারী পদের ভর্তির একটি চূড়ান্ত নিয়োগপত্র প্রদান করে। পরবর্তীতে বাদীর ভাইসহ বাদী উক্ত নিয়োগপত্রের সতত্যা যাচাই করতে ঢাকা সিএমএস এ যোগাযোগ করেন।
সেখানে জানতে পারেন, আসামীদের দেওয়া চূড়ান্ত নিয়োগপত্রটি মিথ্যা । আসামীরা সেনাবাহিনীর বড় অফিসার পরিচয় দিয়ে প্রতারনার আশ্রয়ে বাদীর নিকট হতে নগদ আট লাখ টাকা নিয়ে নিজেরা মিথ্যা নিয়োগপত্র দিয়ে উদ্দেশ্যে মূলকভাবে প্রতারনা ও টাকা আত্মসাৎ করেন। পরর্বতীতে ভিকটিমের ভাই বাদী হয়ে পিবিআই, নরসিংদীতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পিবিআই পুলিশ সুপার, মোঃ এনায়েত হোসেন মান্নান এর নির্দেশনায় আসামীদের গ্রেফতার করতে নরসিংদী গাজীপুরসহ রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালায় পিবিআই। সর্বশেষ গেল সোমবার ১নং আসামী আবুল হোসেনকে ঢাকা থেকে গ্রেফতার করে পিবিআই । এ ঘটনায় নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-১৮, তারিখঃ ১১/০৪/২০২২ ।