অনলাইন ডেস্ক।।
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান শিল্পীর পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্য। তার এসকে ফিল্মসের ব্যানারে সর্বশেষ এসেছে ‘বীর’ সিনেমাটি। তবে নিয়ম না মানায় তার পদটি বাতিল করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সমিতি এ সিদ্ধান্ত জানিয়েছে। বিষয়টি নিয়ে বেশ কয়েকজন প্রযোজক ও প্রযোজক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি নিশ্চিত করেন।
শাকিব খান একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, গায়ক, চলচ্চিত্র সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালবাসা (১৯৯৯) চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। তিনি গণমাধ্যমে “সুপারস্টার”, “কিং খান” ও “ঢালিউড কিং” হিসাবে সম্বোধিত হন।