অনলাইন।।
করোনাভাইরাস মহামারি শুরুর পর এ পর্যন্ত সরকারি হিসাবে যত মৃত্যুর খবর এসেছে, প্রকৃত সংখ্যা তার তিন গুণ বেশি বলে ধারণা দেয়া হয়েছে এক গবেষণা প্রতিবেদনে।
ওয়াশিংটন ইউনিভার্সিটির ‘কোভিড-১৯ অ্যাকসেস মর্টালিটি টিম’ ১৯১টি দেশ এবং অঞ্চলের তথ্য বিশ্লেষণ করে বলে জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন করোনার প্রাদুর্ভাবকে ‘মহামারি’ ঘোষণা করলো, তখন থেকে গত দুই বছরে অন্তত এক কোটি ৮০ লাখ মানুষের প্রাণহানি হয়েছে।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ১০৫ জনে দাঁড়িয়েছে।
একই সময় নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২৫৭ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৮৬ শতাংশ।