অনলাইন ডেস্ক।।
স্কুল বন্ধু মানে নি:স্বার্থ একটি ভালোবাসার নাম, স্কুল বন্ধু মানে জীবনের কঠিন সময়ে পাশে দাড়ানোর একজন নির্ভরযোগ্য সহযোগী, স্কুল বন্ধু মানে সময়-অসময়ে আলোর মতো জ্বলজ্বল করা একজন সাথী। এ উপলদ্ধি থেকেই বুড়িচং আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের বেশকিছু বন্ধু ঢাকায় মিলিত হই। যা একময় রূপ নেয় স্মৃতিময় একটি আয়নায়।
আগে থেকেই পরিকল্পণা করা পথ-প্ররিক্রমায় রাজধানীর কারওয়ান বাজারে একত্রিত হই ৯২ ব্যাচের মোবারক, মোজাম্মেল, বিল্লাল, আসলাম, ফারুক, সেলিম, আসিক, নাসের, মিজান ও সালেহ। ব্যস্ততার গণ্ডি পেড়িয়ে বেড়িয়ে পড়ি মাওয়ার উদ্যেশ্যে। সেখানে পদ্মা সেতুর কাজ সরেজমিনে দেখি আমরা।
সেখানকার একটি হোটেলেই আয়োজন করা হয় সকালে নাস্তার। নাস্তার টেবিল যেন রূপান্তরিত হলো স্মৃতিচারন ক্ষেত্রে। একেক জনের একেক রকম স্মৃতিচারনে আনন্দে ভেসেছি সবাই।
এরপর আসিকের বাসায় দুপুরের খাবারের আয়োজন। আসিকের বউয়ের বাহারী রান্না বেশ সুস্বাদু ছিল। এর মাঝেই আসিক ছাত্রজীবনে বেলালের সঙ্গে কলম নিয়ে একটি দুষ্টামির ঘটনার স্মৃতিচারন করলে সবাই হেসে পেটে ব্যাথা হয়ে যাবার মতো অবস্থার সৃষ্টি হয়।
খাবার শেষে রঙ মেশানো আড্ডা বেশ জমে ওঠে। একসময় আড্ডার পালা শেষ হয়। সবাই একে অপরের কাছে বিদায় নিয়ে যার যার গন্তব্যস্থলে রওয়ানা দেই। বিদায়বেলায় সবার মত, মাঝে মধ্যেই এমন ভ্রমনের আয়োজন করে বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে হবে।