বিনোদন প্রতিবেদক: হৃদয়ের আয়না’ সিনেমা’র ’আয়না তুমি হৃদয়ের আয়না’, যতোদেখি ততো ভালোলাগে’, ও বন্ধুরে কথা দাও যাবেনা ভুলে’ গানগুলো এখনো শ্রোতাদের কাছে বর্তমানে ভীষণ প্রিয়। স্বপ্নের ঠিকানা’, হৃদয়ের আয়না’ সিনেমার প্রযোজক নূরুল ইসলাম পারভেজ’র সঙ্গে একসময় বিয়ে হয় আয়না’র। এরপর আর সিনেমায় দেখা যায়নি তাকে। আজ সেই আয়না’র জন্মদিন। অনেক অনেক শুভ কামনা আয়না। বর্তমানে অভিনয় ছেড়ে সংসার এবং এক ছেলে মাহিন কে নিয়ে দিন কাটাচ্ছেন। অনেক ভালো থাকুন পরিবারের সবাইকে নিয়ে।
মুক্তি পেল জামশেদ ও কেয়ার জুটির প্রথম গান
বিনোদন প্রতিবেদক: জামশেদ ও কেয়ার নতুন ছবি ‘কথা দিলাম’-এর প্রথম গান মুক্তি পেয়েছে। ‘মনের দামে মন’ শিরোনামের এই তারকাবহুল গানটিতে...