অনলাইন ডেস্ক।।
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) প্রথমে ব্যাটিং করে ৪ উইকেটে ৩০৬ রান করে থামে টাইগাররা। জবাবে এক সময় ব্যাট হাতে ম্যাচের লাগাম টেনে ধরে রহমত শাহ ও নাজিবুল্লাহ জাদরান। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। শেষ হাসি হেসেছেন তামিম-সাকিবরা। ফলে ৮৮রানে জিতে সিরিজ লুফে নিয়েছে টাইগাররা।
এদিন বাংলাদেশের দেয়া ৩০৭ রানের জবাবে ২১৮ গুটিয়ে যায় আফগানিস্তান।
বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকে ধুঁকতে থাকে সফরকারীরা। ম্যাচের দ্বিতীয় ওভারে আফিফ হোসেনের দারুণ ফিল্ডিংয়ে সফরকারীরা হারায় তাদের প্রথম উইকেট। শরিফুল ইসলামের বলে রান নিতে গিয়ে আফিফের থ্রোতে আউট হন নন স্ট্রাইক প্রান্তে থাকা রিয়াজ। ২ বলে ১ রান করে ফেরেন রিয়াজ। স্কোরকার্ডে ৭ রান যোগ হতেই হাসমতুল্লাহ শহীদিকে(৫) ফেরান শরিফুল ইসলাম। এরপর দলীয় ৩৪ রানে আজমতুল্লাহ ওমরজাইকে ফেরান সাকিব আল হাসান। আজমতুল্লাহ ফেরেন ১৬ বলে ৯ রান করে।
৩৪ রানে ৩ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েন রহমত শাহ ও নাজিবুল্লাহ জাদরান। জাদরান ২৩ রানে মিরাজের বলে রিভিউ নিয়ে জীবন পান। এরপর দুজনের জুটিতে দলীয় ১০০ পার করে আফগানিস্তান। অবশেষে দলীয় ১২৩ রানে রহমতকে বোল্ড করে প্রতিরোধ ভাঙলেন তাসকিন। ৭১ বলে ৪ চারে ৫২ রান করেন তিনি। তার আউটে ভেঙে যায় ৮৯ রানের জুটি।
দলীয় ১৪০ রানে অর্ধশতক করা নজিবুল্লাহ জাদরানকে ফেরালেন তাসকিন। ৭ চারে ৬১ বলে ৫৪ রান করে জাদরান মুশফিকুর রহিমের গ্লাভসে ধরা পড়েছেন। ইনিংসের ৩২তম ওভারে সাকিবের ঘূর্ণিতে ভাঙলো গুরবাজের স্ট্যাম্প। ১৫ বলে ১ চারে ৭ রান করেন তিনি।
দ্বিতীয় ওয়ানডেতে আগের একাদশ নিয়েই মাঠে নামে বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তান দল খেলেছে তিন পরিবর্তন নিয়ে। ইব্রাহিম জাদরান, ইয়ামিন আহমদজাই ও গুলবাদিন নাইবের বদলে খেলেন রিয়াজ হাসান, ফরিদ আহমেদ ও আজমতুল্লাহ ওমরজাই।