অনলাইন ডেস্ক ।।
আগামী রবিবার নতুন সিইসি ও অন্য চার ইসি শপথ নিয়ে তাদের দায়িত্বভার গ্রহণ করার কথা রয়েছে। এর আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নবনিযুক্ত সিইসি ও কমিশনারদের শপথ বাক্য পাঠ করাবেন।
বারবার কাটাছেঁড়ার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার পদের জন্য অবশেষে সার্চ কমিটি ১০ জনের চূড়ান্ত তালিকা করেছে। এই তালিকা নিয়ে কাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন সার্চ কমিটি।
সূত্র জানায়, তালিকায় সিইসি হিসেবে সাবেক দুই আমলার নাম রয়েছে। এ ছাড়া চারজন নির্বাচন কমিশনারের বিপরীতে করা ৮ জনের তালিকায় আছেন দুজন শিক্ষক, দুজন নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের একজন, সাবেক একজন জেলা ও দায়রা জজ এবং সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তার নাম। গতকাল মঙ্গলবার বিকালে সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির প্রায় চার ঘণ্টার বৈঠকে ১০ জনের নামের চূড়ান্ত করা হয়।
আইন অনুসারে, এই তালিকা থেকে ৫ জনকে বেছে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন নির্বাচন কমিশন (ইসি)। নতুন ইসির কাঁধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব।
গত ২৭ জানুয়ারি সংসদের ১৬তম অধিবেশনে সিইসি ও ইসি গঠনের আইন পাস হয়। সে আইন অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সার্চ কমিটি সাতটি বৈঠকের পর গতকাল মঙ্গলবার সিইসি ও ইসি গঠনে ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করে। যা সিলগালা করে মন্ত্রিপরিষদ বিভাগে রয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার সার্চ কমিটি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।