অনলাইন ডেস্ক।।
ভাষা দিবসকে কেন্দ্র করে সব পথ মিশে গেছে শহীদ মিনারে। এ যেন ভাষার টানে এক সুতোয় বাঁধা পড়েছে লাখ মানুষ।
শহীদ মিনার উন্মুক্ত করে দেয়া হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শুরু হয়। এসময় বিএনসিসি, রোভার স্কাউট ও বিভিন্ন স্বেচ্ছাসেবক বাহিনীর সমন্বয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে শৃঙ্খলার বিষয়টি দেখভাল করা হয়। বিশেষ করে মূল বেদী ফুলে ফুলে ছেয়ে যাওয়ায় প্রতিবারের মতো এবছরও শহীদ মিনারের প্রবেশ পথের মূল সিঁড়িতে পুষ্পস্তবক অর্পণের ব্যবস্থা করা হয়।
এরআগে সোমবার অমর একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। তারা শ্রদ্ধা নিবেদন করার পর দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক কোরের ব্যক্তিত্বরা শহীদ মিনারের মূল বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।