নাজিম উর রহমান।।
ওমিক্রন সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে প্রায় এক মাস ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীর ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে। আবাসিক হল খোলা রেখে ক্লাস নেওয়া হচ্ছে অনলাইন মাধ্যমে। আগামী মঙ্গলবার(২২শে ফেব্রুয়ারী) থেকে সব বর্ষের সশরীর শ্রেণি কার্যক্রম ‘যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে’ শুরু করার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব বর্ষের শিক্ষার্থীদের সশরীরে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে পুনরায় শুরু হবে। শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গতকালের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব বর্ষের শিক্ষার্থীদের সশরীরে শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে পুনরায় শুরু হবে। এ ছাড়াও পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাগুলো চলমান থাকবে৷ বিশ্ববিদ্যালয়ের অফিসগুলোও মঙ্গলবার থেকে যথারীতি খোলা থাকবে ৷
করোনা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে গত ২১ জানুয়ারি দুই সপ্তাহের জন্য হল খোলা রেখে সশরীর ক্লাস বন্ধ ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ (চবি) একাধিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে সশরীরে পাঠদান শুরু হবে জানিয়েছে।