বিনোদন প্রতিবেদক: ‘বনলতা সেন’ কবিতা অবলম্বনে নির্মাণ হয়েছে সিনেমা ‘বনলতা’। এটি নির্মাণ করেছেন পরিচালক আলী আজাদ। এতে জুটি হয়ে কাজ করেছে ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ চিত্রনায়ক সাইফ খান ও চিত্র নায়িকা কেয়া। এবার জানা গেল সেন্সরে জমা পড়েছে এই সিনেমাটি । ১৭ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডে সিনেমাটি জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন এর পরিচালক আলী আজাদ।
রোমান্টিক ঘরনার গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি সম্পর্কে চিত্র নায়ক সাইফ খান বলেন, একদম পিওর রোমান্টিক গল্পে নির্মিত হয়েছে এ সিনেমা। আমার ও কেয়া জুটিকে আশাকরি দর্শকদের ভালো লাগবে। আমি সিনেমাটি নিয়ে দারুন আশাবাদী। চিত্র নায়িকা কেয়া বলেন, এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছি।আসাধারন একটি গল্পের সিনেমা। আর এমন চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার। আশা করছি দর্শকদের জন্য ভালো একটি সিনেমা আসছে। উল্লেখ্য, সিনেমাটিতে আরো অভিনয় করেছে শাহেন শাহ। চলতি বছরই ‘বনলতা’ সিনেমা মুক্তি পাবে বলেও জানান পরিচালক আলী আজাদ।
মুক্তি পেল জামশেদ ও কেয়ার জুটির প্রথম গান
বিনোদন প্রতিবেদক: জামশেদ ও কেয়ার নতুন ছবি ‘কথা দিলাম’-এর প্রথম গান মুক্তি পেয়েছে। ‘মনের দামে মন’ শিরোনামের এই তারকাবহুল গানটিতে...