অনলাইন ডেস্ক।।
আজ ১৮ ফেব্রুয়ারী (শুক্রবার) সকাল ১০টা হতে মোঘল সম্রাট মহামতি আকবরের প্রধান সেনাপতি রাজপুত বীর মানসিংহের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ও ঐতিহ্যের পীঠস্থান এবং পূণ্যভূমি শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান পরিচালনা কমিটি’র “ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২” অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে “শুধু পূজামন্ডপ নয়-পূজারীর সংখ্যাও বৃদ্ধি হউক ও সমসাময়িক প্রবাহ” শীর্ষক আলোচনা সভা এবং কোভিড-১৯ আক্রান্ত মৃত ব্যক্তিদের শবদেহ সৎকার কার্যক্রম সাহসিকতার সাথে সুসম্পন্ন করার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকা মহানগরের বিভিন্ন শ্মশান থেকে ১০(দশ) জন বীর করোনা যোদ্ধা’কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডঃ মিজানুর রহমান, সাবেক উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব (অব:) ও মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার।
অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর ৫নং ওয়ার্ড এর কাউন্সিলর ও মন্দির কমিটির সভাপতি চিত্ত রঞ্জন দাস।