মামুন হাসান
শুক্রবার সকালে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে ময়নামতি ক্যান্টেনমেন্টের পাশে তুতবাগান এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটেছে।
হাইওয়ে পুলিশের সাথে কথা বলে জানা গেছে, কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে দেবপুর থেকে যাত্রীবাহী সিএনজি ক্যান্টেনমেন্ট আসছিল। বিপরিত দিক থেকে একটি মাটিবাহী ড্রাম ট্রাক দেবপুরের দিগে যাচ্ছিলো। সেই ড্রাম ট্রাকটি যাত্রীবাহী সিএনজিকে চাপা দিলে সিএনজিটি ঘটনাস্থলে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ৫ (পাঁচ)জন নিহত হয় ও ২ জন আহত হয়।
ময়নামতি হাইওয়ে পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ বেলাল উদ্দিন জানান, সিএনজি এবং ড্রাম ট্রাকটি উদ্ধার করে ময়নামতি হাইওয়ে পুলিশ ফাড়িতে আনা হয়েছে। ৫ জনের মরদেহ পুলিশ ফাঁড়িতে রাখা আছে। আহত ২ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। এই কর্মকর্তা আরো জানান, নিহতদের আত্নীয়-স্বজনের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।