অনলাইনডেস্ক :
নায়িকা পরী মনিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন জয়নাল আবেদীন মাযহারী নামের এক আইনজীবী। নায়িকার প্রথম বিয়ের ডিভোর্সের প্রমাণ ও দ্বিতীয় বিয়ের বৈধতা জানতে চেয়েছেন তিনি। এর জন্য বেঁধে দিয়েছেন সাত কর্মদিবসের সময়। এ সময়ের মধ্যে পরী মনি উত্তর না দিলে আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন কুমিল্লা বারের ওই আইনজীবী।
প্রসঙ্গত, পরী মনি বর্তমানে সংসার করছেন তরুণ অভিনেতা শরিফুল রাজের সঙ্গে। গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তারা। এরপর গত ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবরের সঙ্গে বিয়ের কথাও প্রকাশ্যে আনেন নায়িকা। পরে অবশ্য ২২ জানুয়ারি বড় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজপরী।