বিনোদন প্রতিবেদক: ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার এডলফ খান এবার বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা রোজিনাকে নিয়ে কাজ করলেন । এডলফ খান ১৬ ফেব্রুয়ারি বুধবার ফেসবুকের এক পোস্টে লিখেছেন, আজ থেকে ঠিক ৩ মাস আগে সুদূর আমেরিকা থেকে তার একটা ফোন পেয়ে আমি অবাক এবং আবেগাপ্লুত হয়ে যাই। এরপর থেকে শুরু একটা সুন্দর কাজের পরিকল্পনা। কারণ এত বড় নায়িকার সাথে কাজ করাটা আমার জন্য আনন্দের, একি সাথে চ্যালেঞ্জিং । আমার ডিজাইন করা শাড়িতে , আমার কনসেপ্ট এবং আমার ডিরেকশনে , আমি তাকে যেভাবে কল্পনা করি, আমি ঠিক তাই উপস্থাপন করার চেষ্টা করেছি। সত্যি আমি চিত্রনায়িকা রোজিনা আপুর সাথে কাজ করতে পেরে আনন্দিত এবং কৃতজ্ঞ । ফটোসেশনের পাশাপাশি এডলফ খান একটি মিউজিক ভিডিও ডিরেকশনও দিয়েছেন । এডলফ খান এ প্রসঙ্গে বলেন, কোরিওগ্রাফি থেকে ডিরেকশন- একটু একটু করে স্বপ্নের পথে হাঁটছি। তার বহুল জনপ্রিয় একটি গানকে আমি এখনকার সময়োপযোগী করে ,নতুন করে নির্মাণ করেছি। তার অভিনয়, এক্সপ্রেশন,অদম্য উৎসাহ আর সহযোগিতা- কাজটিকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। আশা করি, সম্পূর্ণ কাজটি সবার ভীষণ ভালো লাগবে । আর যার হাতের ছোঁয়ায় কাজটি অন্যরকম সুন্দর সাজে রূপ নিয়েছে , সে আমার খুব আদরের ছোট ভাই ইশমাম নিলয়। ফটো গ্রাফিতে ছিলেন আনোয়ার হোসেন এনাম । ভিডিওচিত্র ধারণে ছিল আল আমিন রূপ এবং তার টিম। সুন্দর অলংকার এর জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি খুবসুরাতকে এবং দিপুকে । এছাড়া কাজে সহযোগিতার জন্য সম্রাটকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। খুব শিগগিরই নতুন এই কাজটি আসবে বলেও জানিয়েছেন তিনি।
মুক্তি পেল জামশেদ ও কেয়ার জুটির প্রথম গান
বিনোদন প্রতিবেদক: জামশেদ ও কেয়ার নতুন ছবি ‘কথা দিলাম’-এর প্রথম গান মুক্তি পেয়েছে। ‘মনের দামে মন’ শিরোনামের এই তারকাবহুল গানটিতে...