অনলাইন ডেস্ক :
১৪ ফেব্রুয়ারি। বিশ্ব ভালোবাসা দিবস। গোটা বিশ্বের প্রেমিকা-প্রেমিকারা এদিন মেতে ওঠেন আনন্দ উৎসবে। উপহারের দোকান, কফি শপ, শপিং মল সর্বত্রই এই দিনে উৎসবের আমেজ পাওয়া যায়। এখনকার প্রজন্মের কাছে ভ্যালেনটাইন’স ডে বছরের ক্যালেন্ডারে এক জরুরি দিনও বটে।
অনেক দেশে এদিনটা অন্যভাবেও কাটে। কোনো কোনো দেশে ভালবাসার উদ্যাপন হলেও, তা হয় অভিনব ভঙ্গিতে। বাংলাদেশে এদিন গোলাপের ব্যবহার হয় অধিক। তাই দামও থাকে আকাশচুম্বী।
আজ বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনে এ গোলাপ যেন হয়ে উঠেছে সোনার হরিণ। যে গোলাপ কয়েকদিন আগেও বিক্রি হতো ১০ থেকে ১৫ টাকায়, সেটি এখন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়, তাও পাওয়া যাচ্ছে না।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন উপজেলায় ফুলের দোকানে এমন দৃশ্য চোখে পড়ে।
ক্রেতাদের অভিযোগ, আগে যে ফুল বিক্রি হতো ১০ থেকে ১৫ টাকা, সেই ফুল এখন ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।