বুধবার (০৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটার দিকে সুপ্রীম কোর্টের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। আগামী ১৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এর শুনানি হবে।
১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কেউ সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতে পারবেন না।
বুধবার চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসান উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
আগামী ১৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। নিপূণের পক্ষে শুনানিতে অঙশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্ট্রার রোকন উদ্দিন মাহমুদ মোস্তাফিজুর রহমান।
অন্যদিকে জায়েদ খানের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এহসানুল করিম ও নাহিদা সুলতানা যুথি।