অনলাইন ডেস্ক :
মহামারির মধ্যেই বিয়ে সেরে নিতে চাইছেন রণবীর- আলিয়া। প্রথমে শোনা গিয়েছিল, ২০২১ সালের ডিসেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। কিন্তু বলিউডের একটি সূত্র জানিয়েছে, আগামী এপ্রিলে বিয়ের পিঁড়িতে বসছেন তারা।
রাজস্থানের রণথম্বোরে বিয়ে সারতে যাচ্ছেন রণবীর-আলিয়া। গুঞ্জন রয়েছে, এ কারণেই দুই বছরে দু’বার রণথম্বোর-সফরে গিয়েছিলেন এই জুটি। এরই মধ্যে আলিয়া এবং রণবীরের পরিবার বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে এমন কথাও শোনা যাচ্ছে।
এমনিতেই রণবীর আলীয়ার বিয়ে নিয়ে গুঞ্জনের শেষ নেই। পরিবার ও কাছের মানুষজন চাচ্ছেন খুব শিগগিরই বিয়ের কাজটি শেরে ফেলুক তারা।