বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক: আগামী ১৮ই মার্চ রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪থ’ বারের মতো “ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড ২০২১” বাংলাদেশের আলোচিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মাধ্যে এটি একটি অন্যতম অ্যাওয়ার্ড অনুষ্ঠান। বাংলাদেশের মিডিয়া জগতে যাদের বিশেষ অবদান রয়েছে এবং যাদের অবদান কে কেউ কখনো মূল্যায়ন করে নাই তাদেরকে নিয়ে মূলত এই “ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড “। বাংলাদেশের জনপ্রিয় মিডিয়া প্রতিষ্ঠান ফ্রেন্ডস ভিউ এর চেয়ারম্যান রবি চৌধুরী জানিয়েছেন বিগত বছরের চাইতে এইবার আরো অনেক বড় পরিসরে অনুষ্ঠান টি করা হবে। ২০২১ সালের কাজের স্বীকৃতি অনুযায়ী ৩৫ টা ক্যাটাগরিতে “ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড ২০২১” প্রদান করা হবে। অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী মহোদয়, সিআইপি -ভিআইপি, সকল মিডিয়া ব্যক্তিত্ব ও ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া উপস্থিত থাকবেন, সবার দোয়া ও ভালোবাসা কামনা করেন।ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ফ্রেন্ডস ভিউ এর সিইও রাজিব খান।
মুক্তি পেল জামশেদ ও কেয়ার জুটির প্রথম গান
বিনোদন প্রতিবেদক: জামশেদ ও কেয়ার নতুন ছবি ‘কথা দিলাম’-এর প্রথম গান মুক্তি পেয়েছে। ‘মনের দামে মন’ শিরোনামের এই তারকাবহুল গানটিতে...