অনলাইন ডেস্ক :
শেষ পর্যন্ত যৌনপল্লীতে গেলেন ভারতের তারকা অভিনেত্রী আলিয়া ভাট। সেখানে গিয়ে যৌনকর্মীদের কথা বলার ভঙ্গি, ভাষা, উচ্চারণ, শরীরী ভাষা আয়ত্ত করার চেষ্টা করেছেন তিনি। কতটা পেরেছেন তার প্রমাণ হবে আগামী ২৫ ফেব্রুয়ারি।
কারণ এই দিনে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘গাঙ্গুবাই’ ছবিটি। যে ছবিটি একজন যৌনকর্মী থেকে সমাজের হর্তাকর্তা হয়ে উঠেন গাঙ্গুবাই। আর এই মূখ্য চরিত্রটিতে অভিনয় করেছেন আলিয়া।
গেল বছর থেকেই মুক্তির অপেক্ষায় রয়েছে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বহুল প্রতিক্ষীত ছবি ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। কিন্তু ভারতে করোনা পরিস্থিতির কারণে মুক্তির তারিখ নির্ধারিত হওয়া সত্ত্বেও শেষ সময়ে স্থগিত হয়ে যায় ছবিটির মুক্তি।অবশেষে প্রকাশ্যে এলো ‘গাঙ্গুবাই’ এর ট্রেলার।
ষাটের দশকে গোটা কামাথিপুরার কর্ত্রী ছিলেন গাঙ্গুবাই। খুব অল্প বয়সে জোড় করে যৌনবৃত্তিতে নামানো হয়েছিল তাকে। এরপর সেই গাঙ্গুবাই হয়ে ওঠেছিলেন গোটা কামাথিপুরার হর্তাকর্তা। কিন্তু জোড় করে যে সব মেয়েদের এই পেশায় ঠেলে দেওয়া হত তাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন তিনি।