অনলাইন ডেস্ক :
গোপন ক্যামেরার ব্যবহার এখন নিরাপত্তার জন্য অতি জরুরী একটি পণ্যে রূপান্তরিত হয়েছে। ধীরে ধীরে সারা বিশ্বে এর চাহিদা বাড়ছে। এর ব্যবহারে অনেক দেশেই অনেক বড় বড় অপরাধীকে ধরা সম্ভব হচ্ছে। কিন্তু এর ব্যবহার যদি নেতিবাচক বিষয়কে চিন্তা করে করা হয়, তাহলেই বাধে যত বিপত্তি।
এমনি একটি ঘটনা ঘটেছে থাইল্যান্ডের অস্ট্রিলিয়ান দূতাবাসের একটি নারী বাথরুমে। এখানে নারীদের টয়লেটে গোপন ক্যামেরা বসানোর দায়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (০৫.০২.২২) অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ।
গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি থাইল্যান্ডের নাগরিক এবং ব্যাংককের অস্ট্রেলীয় দূতাবাসেরই সাবেক কর্মী। দূতাবাসে নারীদের টয়লেটে বসানো একাধিক গোপন ক্যামেরা পাওয়ার পরে তদন্তে নেমে তাকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ।