অনলাইন ডেস্কঃ
সুন্দরবন দুবলার চর এলাকা থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটে । শুক্রবার আনুমানিক রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে ২ জন জেলের মৃত্যু হয়, নিখোঁজ রয়েছে আরো দুইজন ।
এই ঘটনায় বঙ্গোপাসাগরে ৮টি বড় ফিশিং ট্রলার, ১২টি মাঝারি ফিশিং ট্রলার ডুবে গিয়েছে । রাত ১০ টার দিকে আকস্মিক ঝড়ের কবলে পড়ে এই ঘটনা ঘটে বলে জানান সেখানকার দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি মোঃ কামাল উদ্দিন ।
সেখানকার শুটকিপল্লী টহল ফাড়ির কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় জানায়, বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় আজ শনিবার সকাল থেকেই এখানকার কোস্টগার্ড, নৌবাহিনী, বনবিভাগ সাগরে উদ্ধার অভিযান চালানো শুরু করেছে । এছাড়াও দুবলার চরের ১০০ টি ট্রলার এক সাথে উদ্ধার অভিযানে নেমেছে । তিনি বলেন, সাগরে ডুবে যাওয়া সবগুলো ট্রলারই দুবলার চরের । এতে প্রায় ২ কোটি টাকার শুটকির ক্ষতি হয়েছে বলে জানান তিনি ।