অনলাইন ডেস্ক :
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও দুই সপ্তাহ বাড়ছে। বুধবার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের এ তথ্য জানান। আবুল খায়ের জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের দুই সপ্তাহের চলমান ছুটি আরও দুই সপ্তাহ বাড়ছে। মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে।
এর আগে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, আরও কিছুদিন পরিস্থিতি দেখার পক্ষে মত দিয়েছে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এ জন্য হয়তো ৬ ফেব্রুয়ারির পর আরও এক সপ্তাহ দেখা যেতে পারে। তবে আমরা অবস্থা পর্যালোচনা করছি। প্রয়োজনে ভিন্ন সিদ্ধান্তও হতে পারে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।