অনলাইন ডেস্কঃ
গতকাল মঙ্গলবার রাত ৯টার কিছুক্ষন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহামুদ হাসান হিমেল ট্রাক চাপায় প্রাণ হারায় । বিশ্ববিদ্যালয়ের হাবিবুর রহমান হলের সামনের রাস্তায় এ দুর্ঘটানা ঘটে । এ খবর ছড়িয়ে পরলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে । এ সময় শিক্ষার্থীরা রাস্তায় ৬টি ট্রাকে আগুন ধরিয়ে দেয় । তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের সাড়া না পেয়ে আরো বিক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও উপাচার্যের পদত্যাগ দাবিতে উপাচার্যের বাস ভবনের সামনে হামলা করবার চেষ্টা করে ।
এ সময় নিহত হিমেলের বন্ধু কণিক ও স্মৃতি জানায়, এটা কোন দুর্ঘটনা নয় এটা হত্যা । ঘটনার পর দেড় ঘন্টা হিমেলের মৃতদেহ রাস্তায় পরে থাকতে দেখা যায় । বিশ্ববিদ্যলয়ের কর্তৃপক্ষকে জানানো হলেও তারা সে সময় কোন পদক্ষেপ নেয়নি । বিশ্ববিদ্যায়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলীকে ফোন দেয়ার পরেও তিনি তৎক্ষণাত কোন ব্যবস্থা গ্রহণ করেননি । তাই তারা প্রক্টরের পদত্যাগ দাবি করেন । শিক্ষার্থীরা রাজশাহী-ঢাকা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন । ভোররাতের দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে প্রক্টরের পদত্যাগ ঘোষণা করেন ।
আজ বুধবার রাবির জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ পান্ডে বলেন, শিক্ষার্থীদের দাবির মধ্যে প্রক্টরের পদত্যাগের দাবি ছিল । উপাচার্য তা মেনে নিয়েছে । কিন্তু এখনো তা গেজেট হয়নি তবে আজকের মধ্যেই হয়ে যাবে । শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলোর মধ্যে ছিল ট্রাক চালককে গ্রেফতার করা, রাস্তায় লাইটের ব্যবস্থা করা, রাস্তার উন্নয়নের কাজ করে দেয়া, বহিরাগতদের প্রবেশ নিষেধ এবং নিহতের পরিবারকে ১০লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়া । তবে ১০ লক্ষ টাকার বিষয়ে আজ আবার এফসির সাথে বসে সিদ্ধান্ত নেয়া হবে ।
এদিকে নিহত হিমেলের নামাজের জানাজা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিত প্রাঙ্গণে আজ সকাল ১১টার দিকে অনুষ্ঠিত হয় । সেখানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি হাজারো মানুষকে জানাজায় অংশগ্রহণ করতে দেখা যায় । তাঁর আগে সকালে হিমেলের মরহদেহ বিশ্ববিদ্যালয়ের মর্গ থেকে জানাজার জন্য চারুকলা অনুষদের সামনে নিয়ে আসা হয় । জানাজা শেষে হিমেলের লাশ তাঁর নানার বাড়ি নাটোরে নিয়ে যাওয়া হবে ।
এদিকে জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিমেলের মায়ের সকল আর্থিক দায়িত্ব বিশ্ববিদ্যালয় নেবে বলে জানান । তিনি বলেন, আপাতত ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে । পরবর্তীতে এফসির সাথে বৈঠক করে ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেয়া হবে।