আমিনুল ইসলাম, কক্সবাজার
অবসর প্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় দ্রুত সময়ের মধ্যে রায় প্রকাশ করেছে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। রায়ে প্রদীপ ও লিয়াকতের মৃত্যু দন্ডের আদেশ এর পাশাপাশি অপর ৬ জন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। নিহত সিনহার বড় বোন শারমীন শাহরিয়ার করা মামলায় সকল কার্যক্রম শেষে উক্ত রায় প্রকাশি হয়।
সোমবার (৩১ জানুয়ারী) দুপুরের পর আসামীদের উপস্থিতিতে ৩০০ পৃষ্টার আদেশটি পড়েন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। এসময় মোট ১৫ আসামী মধ্যে ৭ জনকে অব্যহতিও দেওয়া হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- নন্দদুলাল, নুরুল আমিন, আয়াজ নিজামুদ্দিন, সাগর দে ও রুবেল শর্মা।
এছাড়াও উক্ত মামলায় খালাস প্রাপ্তরা হলেন -লিটন মিয়া, ছাফানুল করিম, মোঃ কামাল হোছাইন আজাদ, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ শাহজাহান আলী, আব্দুল্লাহ আল মাহমুদ, মোঃ রাজিব হোসেন (খালাস)
উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া চেকপোস্টে তৎকালীন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকতের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনিহা মোহাম্মদ রাশেদ।