অনলাইন ডেস্কঃ
ভারতের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপ জানিয়েছেন সংগীত শিল্পী লতা মঙ্গেশকর এখন করোনা মুক্ত । করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে এই শিল্পীর । ভেন্টিলেশন থেকে সরানো হয়েছে এই কিংবদন্তি শিল্পীকে । আগের তুলনায় সংগীতশিল্পী লতামঙ্গেশকরের অবস্থা এখন অনেকটাই ভাল ।
তাঁর আগে করোনায় আক্রান্ত হয়ে সুরসম্রাজ্ঞী লতামঙ্গেশকর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন । গত ৮ জানুয়ারি এই সুরসম্রাজ্ঞীর করোনা রিপোর্ট পজিটিভ আসে । সে সময় তাঁর শরীরে কিছুটা করোনার উপসর্গ দেখা গিয়েছিল । তাই বয়সের কথা মাথায় রেখে তাঁর পরিবারের সদস্যরা দেরি না করে দ্রুত হাসপাতালে ভর্তি করান তাকে । ঝুঁকি নেননি চিকিৎসকরাও ২৪ ঘন্টা পর্যবেক্ষণের জন্য দ্রুতই তাকে আইসিইউতে রাখা হয় । করোনার পাশাপাশি নিউমোনিয়াও ছিল শিল্পীর ।
রাজেশ টোপ জানান, এখন লতা মঙ্গেশকরের শরীরে নিউমোনিয়াও নেই । সকল চিকিৎসকরা সর্বক্ষণ তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন । চিকিৎসায় সাড়াও দিচ্ছেন এখন তিনি । তাই তাঁকে ভেন্টিলেশন থেকে বের করিয়ে এখন শুধুই অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে ।
এদিকে লতা মঙ্গেশকেরর দ্রুত সুস্থতা কামনায় বাড়িতে পূজোর ব্যবস্থা করেন আর এক কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে ।
৯২ বছর বয়সের এই সংগীত শিল্পীর অসুস্থতার খবর ছড়িয়ে পরলে উদ্বিগ্ন হয়ে পরেন তাঁর ভক্ত অনুরাগীরা । গোটা দেশ এবং দেশের বাইরের সবাই তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করেন ।