আমিনুল ইসলাম, কক্সবাজার
মাদক মুক্ত কক্সবাজার শহর গড়তে কাজ শুরু করেছে কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট। তারই ধারাবাহিকতায় কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির হাতে ২৫ বোতল ফেনসিডিল সহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, রবিবার (৩০ জানুয়ারি) বিকালে কক্সবাজার পৌরসভাস্থ তারাবনিয়ারছড়া এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী দিলরুবা বেগম মিনু (৩৬)কে গ্রেপ্তার করে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম। এসময় তার হেফাজত হতে ২৫(পঁচিশ) বোতল ফেনসিডিল উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগনের সম্মুখে জব্দ তালিকা মুলে জব্দ করা হয়।
মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের বিষয়ে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার জানান, দিলরুবা মিনুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে উক্ত দিলরুবার বিরুদ্ধে এর আগের ০২(দুই) টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
ইনচার্জ আনোয়ার আরও জানান, মদক, সন্ত্রাস সহ যে কোন অপরাধের সাথে জড়িত কাউকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না। মাদকের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আরও অভিযান পরিচালনা করা হবে।