অনলাইন ডেস্কঃ
গত চার বছরের মধ্যে ভয়ঙ্কর তুষারঝড়ের কবলে পরেছে যুক্তরাষ্ট্র । যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে আঘাত হেনেছে এই ভয়ঙ্কর তুষারঝড় । বরফে ঢেকেছে বেশিরভাগ এলাকা । এসব এলাকায় শক্তিশালি ঠাণ্ডা বাতাস প্রবাহিত হচ্ছে ।
সেখানকার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব এলাকা জুড়ে আজ রবিবার পর্যন্ত খুব ঠাণ্ডা আবহাওয়া বজায় থাকতে পারে । নরস্টার নামে পরিচিত এই তুষারঝড়ের কারনে যুক্তরাষ্ট্রের বুস্টোন এলাকায় অতিরিক্ত বরফে ঢেকে যেতে পারে । এ ছাড়াও নিউইয়র্কের অনেক এলাকা অতিরিক্ত তুষারঝড়ের কারনে ইতোমধ্যে ২ ফুট ৬১ সেন্টিমিটার পর্যন্ত বরফে ঢেকে গেছে। নিউ ইংল্যান্ড অঙ্গরাজ্য ২ ফুটের বেশি গভীর বরফের নিচে ঢাকা পরে যেতে পারে বলে জানানো হয়েছে ।
শুধুমাত্র জরুরি প্রয়োজনে মানুষকে ঘর থেকে ঘর বের হওয়া এবং এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমন করার জন্য সর্তক করে দিয়ে বোস্টনের ন্যাশনাল ওয়েদার সার্ভিস মানুষের উদ্দেশ্যে বলেছে, আপনাকে যদি বাইরে ভ্রমনে যেতেই হয় তাহলে শীত থেকে বাঁচতে সহায়তা করে এমন জিনিস সাথে রাখুন । রাস্তার কোথাও আটকা পড়লে গাড়ির ভিতরেই অবস্থান করুন।
ফ্লাইট সর্ম্পকিত তথ্যপ্রদানকারী সংস্থা ফ্লাইঅ্যাওয়ার থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রায় ৬ হাজার ফ্লাইট প্রতিকূল আবহাওয়া দেখে শুক্রবার থেকে বাতিল করা হয় । এছাড়া প্রায় ৮ হাজার ফ্লাইট নির্ধারিত সময় যাত্রা করতে পারেনি ।
উল্লেখ্য, তার আগে ২০০৩ সালের দিকে এমন তুষারঝরের কবলে পড়েছিল যুক্তরাষ্ট্র । তখন ২৪ ঘন্টার মধ্যে পুরো এলাকায় ৭০ সেন্টিমিটার বরফ পড়ে ঢেকে গিয়েছিল পুরো এলাকা । তবে আগের তুলনায় এবার বাতাসের গতি আরও তীব্র হবার আশঙ্কা রয়েছে এবং এটি ঘূর্ণিঝড়ের মাত্রায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছে সেখানকার ন্যাশনাল ওয়েদার সার্ভিস । এমনকি ভয়ঙ্কর ধরনের সাইক্লোনও সৃষ্টি হতে পারে।