অনলাইন ডেস্ক :
তসলিমা নাসরিন নানা সময় নানা বিষয় নিয়ে মন্তব্য করে ব্যপক সমালোচনার মুখে পড়েছেন। তার মন্তব্যে নারী-পুরুষ-হিজরা থেকে শুরু করে কোন কিছুই বাদ থাকেনি। এবার নতুন সমালোচনার জন্মদিলেন পুরুষের লুঙ্গি নিয়ে মন্তব্য করে। লুঙ্গিকে ‘অশ্লীল পোশাক’ বলে মনে করেন তিনি।
গতকাল শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লুঙ্গি নিয়ে একটি স্ট্যাটাস দেন এই লেখিকা। যেখানে লুঙ্গির নিচে পুরুষেরা আন্ডারওয়্যার পরে না বলে তিনি জানান।
তসলিমা লেখেন, ‘পুরুষের লুঙ্গিটাকে আমার খুব অশ্লীল পোশাক বলে মনে হয়। ভারতীয় উপমহাদেশে যে পুরুষেরা লুঙ্গি পরে, তাদের বেশির ভাগই কোনো আন্ডারওয়্যার পরে না, লুঙ্গিটাকে অহেতুক খোলে আবার গিঁট দিয়ে বাঁধে। কখনো আবার গিঁট ছুটে গিয়ে হাঁটুর কাছে বা গোড়ালির কাছে চলে যায় লুঙ্গি।’
তসলিমা লেখেন, লুঙ্গি পরার পর পুরুষরা চুলকানির নামে যা করে তা অনেকটা উসকানীমূলক। যা নারীদের দেখলে আরো অনেক বেড়ে যায়।