অনলাইন ডেস্কঃ
করোনা সংক্রমনের ওমিক্রন নিয়ে চিন্তায় যখন সারা বিশ্ব তখনই চিনের উহান শহরের বিজ্ঞানীরা নিওকোভ নামের নতুন ধরন শনাক্ত করেছেন । এ নিয়ে আতঙ্ক প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ সংস্থা (ডব্লিউএইচও) । উহানের বিজ্ঞানীরা বলছেন নওকোভ সংক্রমনটি সবগুলো ধরনের থেকে বেশি শক্তিশালী সংক্রামক এবং প্রাণঘাতী । তবে বিশ্বস্বাস্থ্য সংস্থা আতঙ্কে থাকলেও নওকোভ ধরনটি সত্যি সবচেয়ে বেশি বিপদজ্জনক কি না তা নিয়ে এখনো সঠিক কোন উত্তর দিতে পারছে না তারা ।
বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদরোস আদানোম গেব্রোয়াসুস বলেছনে, নওকোভ আসলেই কতটা শক্তিশালী, বিপদজ্জনক তা বুঝতে হলে ভাইরাসটি নিয়ে গবেষনা করে তথ্য সংগ্রহ করতে হবে । তবে আতঙ্ক নিয়েই তিনি বলেন, আগামী দিনে বাদুরের শরীর থেকে পাওয়া করোনার এই নতুন ধরন মানুষের মধ্যে ছড়ালেও অবাক হবার কিছু নেই । কারন মানুষের শরীরে আসা ৭৫ শতাংশ সংক্রামক রোগই আসে কোনো না কোনো প্রাণীর শরীর থেকে ।
তিনি আরও বলেন, নিওকোভ নতুন ভাইরাস নয় । প্রথমে এই ভাইরাসটি বাদুরের শরীরে সংক্রমণ ঘটায় । ২০২১ থেকে ২০১৫ সালে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই এই রোগের সংক্রমণ দেখা যেতো ।
উহানের গবেষকদের দাবি, এই ভাইরাসে মৃত্যু হার ৩৫ শতাংশ । প্রতি তিনজন সংক্রমিতের মধ্যে একজনের মৃত্যু হতে পারে এই ভাইরাসে ।