অনলাইন ডেস্কঃ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের ভোটার সংখ্যা ছিল ৪২৮ । নির্বাচনে ভোট গণনার পর দেখা গেল সবার থেকে বেশি ভোট পেয়ে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন নায়ক ফেরদৌস ।
ভোট গ্রহণ শেষে আজ শনিবার ভোর ৪টার দিকে ফলাফল ঘোষণা করা হয় । এতে চলচ্চিত্র সমিতির সভাপতির পদে ১৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন, সাধারন সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন জায়েদ খান । ২৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস । ভোট গণনার পর দেখা গেল সবার থেকে বেশি ভোট পেয়ে এগিয়ে আছে এই অভিনেতা ।
এদিকে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চনের ভোটের সংখ্যা ১৯১, যেখানে মিশা সওদাগরের ভোট সংখ্যা ১৪৮ । সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের ভোট ১৭৬, নিপুন পেয়েছেন ১৬৩ ভোট ।
অন্যদিকে দেখা গেছে ফেরদৌসের পরেই ভোট সংখ্যায় ২৩২ ভোট পেয়ে দফতর সম্পাদক পদে আছেন আরমান ।
এদিকে কার্যকরী পরিষদে ফেরদৌসের কাছাকাছি আছে অমিত হাসান । তিনি ভোট পেয়েছেন (২২৭) । অঞ্জনা সুলতানা ভোট পেয়েছেন (২২৫), চিত্রনায়িকা মৌসুমী পেয়েছে (২২৫) ভোট ।