অনলাইন ডেস্কঃ
সংসদের আজকের কর্মসূচিতে সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন নিয়োগের বিল ২০২২ অর্ন্তভুক্ত রয়েছে । যেহেতু আগামী ১৪ ফেব্রয়ারী শেষ হচ্ছে বর্তমান ইসির মেয়াদ সেই প্রেক্ষিতে সকল রাজনৈতিক দল, সরকার বিরোধী দল এবং অন্যান্য নাগরিক সংগঠনের আলোচনা – সমালোচোনা, এবং সকল আপত্তির পর আজ নির্বাচন কমিশনার নিয়োগের বিলটি পাস হতে যাচ্ছে । আইনমন্ত্রী আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব করার কথা রয়েছে । প্রস্তাব শেষে সকল প্রক্রিয়া শেষ হবার পর বিলটি পাস হবে । এর আগে আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১১.৩০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ১৬ তম অধিবেশনের আজকের কর্মসূচি শুরু করা হয় ।
আগামী ১৪ ফেব্রয়ারী শেষ হচ্ছে নির্বাচন কমিশন (ইসি)’র মেয়াদ । আইনমন্ত্রী আনিসুল হক বিলটি পাসের জন্য সংসদে প্রস্তাব করার পর কয়েকজন সংসদ সদস্য এর উপর জনমত যাচাই বাছাই, কমিটিতে পাঠানো, এবং সংশোধনীর প্রস্তাব তুলবেন । সংসদ সদস্যরা তাদের প্রস্তাবের উপর বক্তব্য রাখবেন । বিল নিয়ে আলোচনা করার পর কণ্ঠ ভোটের মাধ্যমে স্পীকার সেগুলো নিষ্পত্তি করবেন । সকল প্রক্রিয়া শেষে কন্ঠভোটের মাধ্যমে বিলটি পাস হবে ।
সংসদে বিলটি পাসের পর রাষ্ট্রপতি তাতে অনুমতি দিলেই সেটা আইনে পরিণত হবে । তখন এই আইনের অধীনেই রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করবেন । সার্চ কমিটি গঠনের পর তাদের মতামতের উপর ভিত্তি করে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ।
চলতি বছরের অধিবেশন সংক্ষিপ্ত করা হয়েছে করোনা ভাইরাসের উর্ধ্বগতির জন্য । গত ১৬ জানুয়ারী শুরু হওয়া ২০২২ সালের প্রথম অধিবেশন আজ শেষ হতে যাচ্ছে । আজ বৃহস্পতিবার সকাল বিকাল দুই বেলাই সংসদে বৈঠক চলবে ।