অনলাইন ডেস্ক :
বর্তমান শিল্পী সমিতির একটি মাত্র লোকের কারণে, তার পলিটিক্স এবং তার অনেক রকম অসহযোগিতার কারণে তাকে বারবার অপমানিত হতে হয়েছে বলে অভিযোগ করেন পপি।
শোবিজ পাড়ায় দীর্ঘ দিন ধরেই আড়ালে আছেন চিত্রনায়িকা পপি। এরই মধ্যে গুঞ্জন উঠেছে বিয়ে হয়েছে, সন্তানেরও মা হয়েছেন তিনি। তাই অভিনয় থেকে দূরে আছেন এই চিত্রনায়িকা। অবশেষে দীর্ঘ দিনের আড়াল ভেঙে সামনে আসলেন পপি। সাড়ে ৫ মিনিটের একটি ভিডিও বার্তায় দিয়েছেন সবার জন্য। জানালেন কেন তিনি অভিনয় থেকে দূরে আছেন। নিজের ব্যক্তিগত বিষয়ে কিছু না বললেও আসন্ন শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কথা বলতে দেখা যায় তাকে।
পপি বলেন, দীর্ঘ ২৬ বছর মিডিয়াতে কাজ করছি। কিন্তু কখনো এই শিল্পকে এতটা কলুশিত মনে হয়নি। এখন যা হচ্ছে তা হচ্ছে শিল্পের নামে নোংরামী। আমি এই নোংরামীর গড্ডালিকা প্রভাহে গাঁ ভাসাতে চাইনি বলেই একজন প্রভাবশালী ব্যক্তি আমার পিছু নিয়েছে। প্রায় সাড়ে ৫ মিনিটের ভিডিও বার্থায় অনেক বিষয়ে কখা বললেও পপি কোন লোকটিকে অুভযুক্ত করেছেন তা পরিস্কার করেননি।
তবে পপি বর্তমান শিল্পী সমিতির নেতৃত্বে পরিবর্তন চান।