অনলাইন ডেস্কঃ
ক্লোজ আপ ওয়াণ তারকা রিঙ্কু সবার কাছেই পরিচিত একটি নাম । তার বাউল গান, সুফী গান দিয়ে শ্রোতাদের মন জয় করেছেন । অসংখ্য ভক্ত রয়েছে । এ পর্যন্ত তিনি অনেক গান করেছেন, স্টেজ শো করেছেন । কিন্তু ২০২০ সালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন রিঙ্কু । স্ট্রোক করে ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন অনেকদিন । এমন কি তার শরীর অবস হয়ে গিয়েছিল । প্যারালাইজড হয়েছিলেন তিনি ।
তারপর থেকে বেশিরভাগ সময় তার অসুস্থতার মধ্য দিয়ে কেটেছে দিন । অসুস্থতার কারনে গান থেকে দূরেই ছিলেন ক্লোজ আপ ওয়ান তারকা রিঙ্কু । অবশেষে সমস্ত অসুস্থতা কাটিয়ে আবারও নতুন কাজ নিয়ে দর্শকদের মাঝে গানের মাঝে ফিরলেন এই তারকা ।
গতকাল সোমবার (২৪ জানুয়ারি) জেজেআর মিউজিক স্টেশনের ব্যানারে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হয় । শাকির দেওয়ানের কথায়, হাবিব মোস্তফার সুরে গানটির শিরোনাম দেয়া হয়েছে ‘রঙ্গিলা নৌকা’ ।
নতুন গান প্রসঙ্গে রিংকু বলেন আমার শ্রোতারা আমার কাছে যে ধরনের গান প্রত্যাশা করেন রঙ্গিলা নৌকা ঠিক সেই রকমই একটি গান । গানের কথাগুলো দর্শকদের মনকে স্পর্শ করবে বলে আশা করি । সবাই অবশ্যই গানটি শুনবে ।
অসুস্থতা সর্ম্পকে রিঙ্কু বলেন, এখন আমি বেশ ভালো আছি আর গান বাজনাতেও নিয়মিত সময় দিতে পারছি ।