অনলাইন ডেস্কঃ
আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে (একনেক) এর বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালী যোগ দিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এ সময় দেশের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের লক্ষে সাড়ে ৪ হাজার কোটি টাকা ব্যয় করে ১০টি প্রকপ্লের অনুমোদন দেয়া হয় ।
এম এ মান্নান বলেন , আজকে দেশের উন্নয়ন কর্মকান্ড অগ্রগতির জন্য যে ১০টি প্রকল্প সাড়ে ৪ হাজার কোটি টাকা ব্যয়ে অনুমোদন দেয়া হয়েছে তার মধ্যে সরকারি অর্থায়নে ৩ হাজার ৫৫ কোটি ২১ লাখ টাকা এবং বাকী ১ হাজাড় ৫৬৬ কোটি ১৩ লাখ টাকা বৈদেশিক সাহায্য থেকে পাওয়া যাবে ।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী মোঃ রাজ্জাক, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামসহ, মন্ত্রীপরিষদ সবিচ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজির মুখ্য সমন্বয়ক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ।