অনলাইন ডেস্কঃ
বাংলাদেশের মিডিয়া জগতের গ্লামারাস হিসেবে পরিচিত উপস্থাপিকা মডেল নুসরাত ফারিয়া এখন পশ্চিমবাংলায় বেশ জনপ্রিয় নায়িকা । বাংলাদেশ-কলকাতার যৌথ প্রযোজনায় কয়েকটি সিনেমা করে তিনি তার ভাল অবস্থান তৈরি করে নিয়েছেন সেখানে ।পুরস্কারও লাভ করেছেন । কলকাতার সিনেমায় অবদান রাখার জন্য দ্বিতীয়বারের মত আবারও নুসরাত ফারিয়াকে পুরস্কৃত করেছেন । এ পুরস্কার হাতে পেয়ে নুসরাত ফারিয়া খুবই আনন্দিত, উচ্ছ্বসিত ।
কলকাতায় অনুষ্ঠিত ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড শো’ অনুষ্ঠিত হয়েছেন গত বছর ডিসেম্বর মাসে । সেখানে বাংলাদেশের অভিনেত্রী মডেল নুসরাত ফারিয়া পুরস্কৃত হোন । কিন্তু করোনার অবস্থা ভাল না বলে অভিনেত্রী স্বশরীরে সেখানে উপস্থিত থেকে পুরস্কার আনতে পারেননি । তাই আয়োজকরা পুরস্কারটি তার ঢাকার বাসার ঠিকানায় কুড়িয়ার করে পাঠিয়ে দেন ।
পুরস্কার হাতে পেয়ে নুসরাত ফারিয়া উচ্ছ্বসিত কন্ঠে বলেন, এটা আমার জন্য খুবই আনন্দের বিষয় । এ নিয়ে দ্বিতীয়বারের মত পুরস্কার পেলাম । তার আগেও বাদশা দ্য ডন সিনেমায় অভিনইয়ের জন্য পুরস্কার পেয়েছিলাম এবার আবার পেলাম । তবে আমার কলকাতায় পুরস্কার আনার জন্য যাবার কথা থাকলেও করোনার পরিস্থিতির অবনতির জন্য যেতে পারিনি । তাই তার আমার বাসার ঠিকানায় কুরিয়ার করে দিয়েছে ।