অনলাইন ডেস্কঃ
আজ সোমবার (২৪ জানুয়ারী) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের’ ব্যানারে প্রতীকী অনশন পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা । আজ বিকেল পর্যন্ত চলবে এই কর্মসূচি । শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শাবিপ্রবির শিক্ষার্থীদের আনন্দোলনকে সমর্থন জানিয়ে প্রতীকী অনশন পালন করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক ।
তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে প্রতীকী অনশনের কথা জানান ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিন ধরে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনন্দোলনের সমর্থনে, তাদের প্রাণরক্ষার দাবি ও নায্য দাবিগুলোর সমর্থনের জন্যই আজ সোমবার দুপুর ১২টা থেকে বিকাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার সামনে একটি প্রতীকী অনশন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক ।
উল্লেখ যে, শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্ররীদের আন্দোলন শুরু হয় ১৩ জানুয়ারি রাত থেকে। বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের অধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরনের অভিযোগ ও তার পদত্যাগসহ তিনদফা দাবি দিয়ে এই আন্দোলনের সূত্রপাত । এই প্রতিক্রিয়ার জের ধরে পরেরদিন আইসিটি ভবনে উপাচার্য ফরিদ উদ্দিন আগমেদকে আটকে রাখা হয় ।এ সময় পুলিশকে খবর দিলে পুলিশ এসে ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ,টীয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে । এতে শিক্ষার্থীরা একদফা আন্দোলনের ডাক দেন । সেখানে উপাচার্যের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা ।