অনলাইন ডেস্কঃ
বাংলাদেশের একমাত্র শান্তিতে নোবেলবিজয়ী, অর্থনীতিবিদ ও গ্রামীণব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মোঃ ইউনুস ও তার পরিবারের সকল সদস্যদের ব্যাংক হিসাব চেয়ে আবারো তলব করা হয়েছে । বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সকল ব্যাংকের কাছে চিঠি পাঠানো হয়েছে । চিঠিতে আগামীকাল (২৫ জানুয়ারী) মঙ্গলবারের মধ্যে সকল ব্যাংকগুলোকে হিসাবের তথ্য পাঠাতে বলা হয় । যদি ড. মোঃ ইউনুসের নামে কোন প্রকার ক্রেডিট কার্ড থাকে, নতুন করে যদি পুরাতন অ্যাকাউন্টগুলো থেকে কোন লেনদেনে করা হয়, সেই রের্কড যদি থাকে তবে তাও আগামীকাল মঙ্গলবারের মধ্যে পাঠাতে বলা হয়েছে (বিএফআইইউ) থেকে ।
তার আগে ২০১৬ সালে একবার ড. ইউনুস ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করেন বাংলাদেশ ব্যাংক ।
বিএফআইইউ এর পক্ষ থেকে একজন কর্মকর্তা বলেন, আগে থেকেই ড. মোঃ ইউনুস ও তার পরিবারের সকল সদস্যদের ব্যাংক হিসাবের সকল তথ্য আমাদের সংগ্রহ করা রয়েছে । তবে এখন নতুন করে কোন অ্যাকাউন্ট করা হয়েছে কিনা অথবা আগের অ্যাকাউন্ট থেকে কোন লেনেদেন করা হচ্ছে কিনা তার তথ্য জানতে চাওয়া হয়েছে সকল ব্যাংকগুলোর কাছে ।
ড. মোহাম্মদ ইউনুস ক্ষুদ্রঋণ ধারনার একজন প্রবর্তক । তিনি গ্রামীণ ব্যাংকের একজন প্রতিষ্ঠাতা । তিনি ও তার প্রতিষ্ঠিত গ্রামীণব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ।