অনলাইন ডেস্কঃ
প্রিয়াঙ্কা চোপড়া শুক্রবার মধ্যরাতে তার মা হবার খবরটি সোশালমিডিয়ার মাধ্যমে সবাইকে নিশ্চিত করেন । এ খবর সোশ্যালমিডিয়ায় আসার পর থেকেই হইচই পরে যায় সবমহলে । সকল মহল থেকে তাদের অভিনন্দন জানান । প্রিয়াঙ্কার মা হবার সংবাটি সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকেই তার ভক্ত অনুরাগীরা তাকে শুভকামনা জানান । অনেকেই প্রিয়াঙ্কা চোপড়াকে সুপার মা হবে বলে কমান্ডসও করেন । প্রিয়াঙ্কার মা হবার প্রসঙ্গে তার বোন মিরা সংবাদ মাধ্যমকে জানান, মেয়ের মা হয়েছে প্রিয়াঙ্কা, বরাবরই তিনি অনেক সন্তানের মা হতে চেয়েছে । আমি জানি প্রিয়াঙ্কা সুপার মা হবে । আমি খুব খুশি প্রিয়াঙ্কার নতুন অধ্যায়ের জন্য । যদিও সন্তানটি এলো সারোগেসি পদ্ধতির মাধ্যমে। কিন্তু তাতে কি, যেভাবেই হোক অনেক সন্তানের মা হতে চান প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কার মা হবার খবর প্রকাশ্যে আসতেই তার পুরাতন বন্ধু লারাও তাদের অভিনন্দন জানান । হুমা কুরেশি তাদের অভিনন্দন জানিয়ে লিখেন দারুণ খবর ।
প্রিয়াঙ্কা চোপড়া ভারতীয় হিন্দি সিনেমার বিখ্যাত অভিনেত্রী । তিনি ২০০২ সালে ঠামিজান ছবির মধ্য দিয়ে সিনেমা জগতে প্রবেশ করেন । ২০১৬ সালে ভারতীয় সরকারের কাছ থেকে তিনি চতুর্থ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী অর্জন করেন । ২০১৮ সালে তিনি পপ তারকা নিক জোনাসকে বিয়ে করেন ।
উল্লেখ্য যে কদিন আগেই নিক- প্রিয়াঙ্কার বিচ্ছেদের গুঞ্জন উঠে সোশ্যাল জগতে । বিচ্ছেদের গুঞ্জনের এক জবাবে প্রিয়াঙ্কা জানান, বিচ্ছেদ না সন্তান নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা । এখন এই কথার বাস্তব রুপ দিলো এই দম্পতি ।