অনলাইন ডেস্ক :
আন্দোলনে অচল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পক্ষে অবস্থান নিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদ। তারা সম্প্রতি এক ভার্চুয়াল সভায় শাবির ভিসির পক্ষ নিয়ে বলেন, একটি বিশ্বাবিদ্যালয়ে এমন হলে পরবর্তী সময়ে একে একে সকল বিশববিদালয়ে একই অবস্থা হবে। সুতরাং এধরনের পরিস্থিতি কোনভাবেই সফল হতে দেয়া যায় না।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা সৃৃষ্টি হয় গত ১৩ জানুুয়ারী। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েকশ ছাত্রী। একটা সময় ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবীতে আন্দোলন শুরু করে।
এদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে শাবির শিক্ষকদের প্রতিনিধি দল। মধ্যরাতে ভার্চুয়ালি শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী। কোনো সমাধান আসেনি এখনও। রোববারও এ বিষয়ে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে শিক্ষামন্ত্রী বারবার অনশন ভাঙার কথা বললেও সময় চেয়েছেন শিক্ষার্থীরা এবং তাদের দাবিতে অনেকটা অনড় তারা। আলোচনার পাশাপাশি অনশন চালিয়ে যেতে চান তারা।