অনলাইন ডেস্কঃ
দক্ষ পুলিশ , সমৃদ্ধ দেশ , বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে আজ রবিবার (২৩ জানুয়ারী) থেকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ -২০২২ । আজ (রবিবার) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালী যুক্ত হয়ে পুলিশ সপ্তাহ -২০২২ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি পুলিশের বিভিন্ন কন্টিজেন্ট এবং পতাকাবাহী দলের সুশৃঙ্খল দৃষ্টিনন্দন প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন । এ সময় পুলিশ বাহিনীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন , পুলিশের সেবামুখী কার্যক্রমের কারনেই তাদের প্রতি মানুষের আস্থা বেড়েছে । কারন পুলিশ বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে জনগনের জানমাল রক্ষা করছে । দেশের মানুষের নিরাপত্তা দিয়েছে । দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হয়েছে । বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকবেলাতেও আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়েছে ।
প্রধানমন্ত্রী বলেন, ৭৫ এর ১৫ আগস্ট বাংলাদেশ পুলিশ একটি সাহসিকতাপূর্ণ ভূমিকা রেখেছিল। পুলিশ বাহিনীকে তাদের এই সাহসিকতা অব্যাহত রাখতে হবে। আমরা বিশ্বাস করি পুলিশ আগামীতে আরো জনবান্ধব হবে। পুলিশ বাহিনীকে অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা সমুন্নত রাখতে আরও দায়িত্বশীল হতে হবে । পুলিশ বাহিনী এখন সরকারের নেওয়া নানা উন্নয়নমূলক পদক্ষেপে প্রযুক্তিনির্ভর বাহিনীতে পরিণত হয়েছে বলেও উল্লেখ করনে প্রধানমন্ত্রী ।
তিনি পুলিশ বাহিনীর উদ্দেশ্যে আরো বলেন , জরুরি সেবা ৯৯৯ জনগণের আস্থা ও বিশ্বাস সৃষ্টি করেছে । এক্ষেত্রে পুলিশ যথাযথ ভূমিকা রাখছে । রোহীঙ্গা সংকটে পুলিশ দায়িত্ব পালন করছে । করোনা সংকটে মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছে পুলিশ । যখন আত্মীয় স্বজনরা লাশ ফেলে চলে গিয়েছিল পুলিশ বাহিনী নিজের ঝুঁকি নিয়ে লাশ দাফন করেছে । পুলিশের নারী কনজিনটেন্টও দেশ সেবায় প্রশংসনীয় ভূমিকা পালন করছে ।
বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সুপার মোঃ ছালেহ উদ্দিন । তার নেতৃত্বে বিভিন্ন কন্টিজেন্টের পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নিয়েছেন ।এ উপলক্ষে ২০২০ সালে ১১৫ ও ২০২১ সালে ১১৫ জনসহ মোট ২৩০ জন পুলিশ সদস্যকে পদক দেওয়া হবে । পদকের মধ্যে রয়েছে – বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) , বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম), রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)- সেবা ।
পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন ।