অনলাইন ডেস্ক :
ধীরে ধীরে আরো ঘোলাটে হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবদ্যালয় পরিস্থিতি। পরনে কাফনের কাপড় ও সামনে প্রতীকী লাশ নিয়ে শাবি শিক্ষার্থীরা মিছিল করেছে। তারা যে কোন মূল্যে বিশ্বদ্যিালয়ের ভিসির পদত্যাগ চান।
আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে আজ (শনিবার) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে অবস্থান নিতে থাকে। এরপরে শিক্ষার্থীরা কাফনের কাপড় পরে সারি বেধে দাঁড়িয়ে থাকে। এসময় একজন শিক্ষার্থী প্রতীকী লাশ হয়ে সামনে শুয়ে থাকে। তার পাশে কোনো এক বোনকে ভাইয়ের লাশের পাশে বসে থাকতে দেখা যায়।
শিক্ষার্থীদের অভিযোগ, চলমান আমরণ অনশন কর্মসূচির আজ চতুর্থ দিন। এর মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন। এখনো উপাচার্যের বাসভবনের সামনে অনশনে আছেন আটজন। আন্দোলনরত শিক্ষার্থীরা মৃত্যুর দিকে গেলেও প্রশাসন এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
গত ১৩ জানুয়ারি রাত থেকে শুরু হয় প্রাধ্যক্ষ বিরোধী আন্দোলন। গত ১৬ জানুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়লে ৩০ জন আহত হন। এ ঘটনার পর উপাচার্যের পদত্যাগের দাবি ওঠে।
উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।