অনলাইন ডেস্কঃ
আজ শনিবার ২২ জানুয়ারী সকাল ৭ টার দিকে ভারতের মুম্বাই শহরের গোয়ালিয়া ট্যাংক এলাকায় কমলা বিল্ডিং নামের ২০তলা ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে । এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ৭জন । আহত হয়েছে আরও ১৫ জন ।
ভবনটি মুম্বাইয়ের গান্ধী হাসপাতালের বিপরীতে অবস্থিত । ভবনটির ১৮ তলা থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানান ভারতীয় সংবাদমাধ্যম ।
মুম্বাইয়ের মেয়র সংবাদমাধ্যমকে জানিয়েছেন , আবাসিক ভবনের আগুন এখন নিয়ন্ত্রনে এসেছে । ৬জন ব্যাক্তি অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে পড়েছেন । তাদের অক্সিজেন সাপোর্ট দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে । সবাইকে উদ্ধার করা হয়েছে ।
নগর কতৃপক্ষের একজন কর্মকর্তা জানিয়েছেন , এটিকে লেভেল – ৩ , বড় ধরনের আগুন হিসেবে চিহ্নিত করা হয়েছে । আগুন নিয়ন্ত্রণে আনতে ১৩টি ফায়ারইঞ্জিন ও ৭টি ওয়াটারজেট কাজ করে।