অনলাইন ডেস্ক :
নিখোঁজ থাকার পর সোমবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছ থেকে ঢাকাই সিনেমার নায়িকা রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। শিমু হত্যার ঘটনায় এরইমধ্যে তার স্বামী নোবেল ও নোবেলের বন্ধু ফরহাদকে গ্রেফতার করেছে র্যাব।
হত্যার ঘটনার পর থেকে সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতূহল জন্মেছে নায়িকা শিমুকে নিয়ে। অনেকের মনেই প্রশ্ন কে এই চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু?
স্বামী নোবেল ও নোবেলের বন্ধু ফরহাদকে গ্রেফতারের পর ধীরে ধীরে হত্যার পেছনে থাকা কারনগুলো বেড়িয়ে আসতে শুরু করেছে।
চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুকে হত্যার দায় স্বীকার করেছেন তার স্বামী সাখাওয়াত আলীম নোবেল। হত্যার পর শিমুর মৃতদেহ গুম করে নিখোঁজের নাটক সাজাতে চেয়েছিলেন নোবেল। তবে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় ভেস্তে যায় সে পরিকল্পনা। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসপি মারুফ হোসেন সরদার।
কিন্তু ঠিক কি কারণে শিমুকে হত্যা করা হলো তার রহস্য যেন একটু জটিল। ‘পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড বলছে পুলিশ। তারা এও বলছে তদন্তের স্বার্থে এর বাইরে কিছু বলা যাচ্ছে না। তবে কি এই হত্যার পেছনে অন্য কোন রহস্য লুকিয়ে আছে?