অনলাইন ডেস্ক ::
মৌসুমী হামিদ, বাংলাদেশের একজন টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী । অভিনয় দক্ষতা ও মডেলিং দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে এই অভিনেত্রী । ২০১০ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার রানার্স আপ হবার পর থেকেই সকলের নজরকাড়ে এই অভিনেত্রী । তারপর থেকেই, অনেক টিভি শো, চলচ্চিত্রে অভিনয় করেন তিনি । ২০১৩ সাল থেকেই এই অভিনেত্রী চলচ্চিত্রে অভিনয় শুরু করেন । শুধু অভিনয় নয় নিজের উচ্চতার কারনেও সকল দর্শকদের নজর কাড়েন আলাদা ভাবে ।
৫ ফুট সাড়ে ৯ ইঞ্চির এই অভিনেত্রীকে পরিবার থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন । পরিবার খুব দ্রুত তার বিয়েটা সেরে ফেলতে চাইছে । অভিনেত্রী নিজেও চান বিয়েটা সেরে ফেলতে ।
কিন্ত, সমস্যা তৈরি হয়েছে তার উচ্চতা নিয়ে । তার সমান উচ্চতায় কোন পাত্র মিলছে না । এখন পাত্রের উচ্চতা সংকট কাটাবার চেষ্টা করছেন তিনি ও তার পরিবার ।
অভিনেত্রী বলেন, নিজের উচ্চতার কোন পাত্র পেলে যেকোন মুহূর্তে বিয়ে করবেন তিনি । তবে যদি বিয়ের জন্য পাত্র নাও পাওয়া যায় তবু কোনো আফসোস নেই এই অভিনেত্রীর । নিজের লম্বা হওয়াটা ভীষণ উপভোগ করেন অভিনেত্রী । এই বছরের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী । তবে , বোঝা যাচ্ছে অভিনেত্রী উচ্চতা নিয়ে পাত্র সংকটেই আছে ।
শুক্রবার এই অভিনেত্রীর ‘ছিটমহল’ ছবিটি মুক্তি পায় । বাংলাদেশ ও ভারতে ছিটমহল নাগরিকদের দুঃখ দুর্দাশা, জীবনে টানাপোড়েন নিয়ে বানানো এই ছবিতে মৌসুমী হামিদ অভিনয় করেছেন ‘প্রীতিবালা’ ছবিতে । এটি মূলত একটি দেশপ্রেমের ছবি । এ ছবিতে ভারতের একটি হিন্দু পরিবারের জীবনপ্রবাহকে দেখানো হয়েছে । এতে তার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন শিমুল খান ।