অনলাইন ডেস্ক :
বুস্টার ডোজ দেয়ার সময়সীমা কমিয়ে দিল সরকার। এখন থেকে ৬০ বছর নয় ৫০ বছর বয়সীরাও বুস্টার ডোজ নিতে পারবেন। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী একথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারন মানুষের অধিকতর নিরাপত্তার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুস্টার ডোজ নেয়ার বয়সসীমা কমিয়ে ৫০ করার পরামর্শ দিয়েছেন। সেই অনুযায়ী পদক্ষেপ নেয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে বলা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, সারাদেশে এই পর্যন্ত মোট ১ কোটি ৭ লাখ শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে। দেশে মোট টিকার মজুদ আছে প্রায় ৯ কোটি। আপাতত টিকার কোন সংকট নেই বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, সবাই যদি অবহেলা না করে টিকা নিয়ে নেন, তাহলে নিজের পাশাপাশি দেশও সুরক্ষিত থাকবে।
জাহিদ মালেক বলেন, গত বছরের ১৯ ডিসেম্বর থেকে বুস্টার ডোজ দেয়া শুরু হয়। প্রথমে ফাইজারের পাশাপাশি অ্যাস্ট্রোজেনেকার টিকা বুস্টার ডোজ হিসাবে ব্যবহার করা হয়। কিন্তু এখন ফাইজার ও মর্ডানার পাশাপাশি অ্যাস্ট্রোজেনেকার টিকাও বুস্টার ডোজ হিসাবে ব্যবহার করা হবে।